HighlightNewsদেশরাজ্য

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হচ্ছে- ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায়!

টিডিএন বাংলা ডেস্ক : সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে আগেই। এখন শিক্ষার্থীরা ফল প্রকাশের আশায় দিন গুনছেন। স্বাভাবিকভাবেই এই নিয়ে তারা যথেষ্ট উত্তেজনা মধ্যে রয়েছেন। সেই সুযোগে মানুষকে বিভ্রান্ত করতে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত নানান ধরনের ভুয়ো পোস্ট ছেয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্টে বলা হয় মার্চ মাসের ১১ তারিখে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে।

এমতাবস্থায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভুয়ো পোস্ট বা ভুল তথ্যে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) শুক্রবার একটি ট্যুইট করে। সেই ট্যুইটে জানানো হয় যে, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল শুক্রবার অর্থাৎ ১১ মার্চ প্রকাশিত হবে না। একইসঙ্গে ওই টুইটে জানিয়ে দেওয়া হয় যে, শিক্ষার্থীরা কোনো কিছু জানতে চাইলে তারা যেন সোশ্যাল মিডিয়ার পোস্ট না দেখে সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (cbse.gov.in) এই সম্পর্কিত কোনো আপডেট আছে কি না দেখে নেয়। কারণ অফিশিয়াল ওয়েবসাইট, যাবতীয় তথ্য সঠিকভাবে দেওয়া থাকবে।

Related Articles

Back to top button
error: