সিকিমে বেড়াতে গিয়ে বাস উল্টে আহত রাঁচির ২২ জন ছাত্র

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার পূর্ব সিকিমে একটি বাস উল্টে রাঁচির ২২ জন ছাত্র আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সিকিম সরকারের কাছে শিক্ষার্থীদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন। সিকিম পুলিশ জানিয়েছে, রাঁচির জেভিয়ার্স কলেজের ছাত্ররা সিকিমে বেড়াতে এসেছিল। রাঁচিতে ফেরার পথে গ্যাংটক জেলার রানিপুল থানা এলাকায় তাদের বাস উল্টে যায়।