HighlightNewsআন্তর্জাতিক

তমলুকে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেল ২ আসামি, প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে

টিডিএন বাংলা ডেস্কঃ তমলুক আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেল ২ আসামি অনিমেষ বেরা ও বিশাল দাস। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গতবছর হলদিয়া থেকে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে বন্দি করা হয়। মামলা তোলা হয় তমলুক আদালতে। কিন্তু তমলু জেলে জায়গা না থাকায় মেদিনীপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয় তাদের। এদিন এই মামলার শুনানি ছিল। অভিযুক্ত দুই আসামিকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসার সময় হঠাৎই যানজট দেখা দেয়। যানজটের দিকে সকলের যখন খেয়াল ছিলো ঠিক সে সময় পুলিশ ভ্যানের রড বেঁকিয়ে জানালা দিয়ে গলে পালিয়ে যান দুই আসামি। ঘটনা নজরে আসতেই পিছু ধাওয়া করে পুলিশ। কিন্তু যানজট থাকায় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আসামির খোঁজে যথারীতি তল্লাশি শুরু হয়েছে। তমলুক থেকে বার হওয়ার সকল রাস্তা নাকা বন্দি করে চলছে তল্লাশি। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ পুলিশ ভ্যানে খালি হাতে কিভাবে রড বেঁকিয়ে ফেলল বন্দিরা এবং সে সময়ে পুলিশ ভ‍্যানে থাকা পুলিশ সদস্যরা কি করছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ঘটনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, “পুলিশ গাড়ির জানালা গলে ২ বন্দি পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।”

Related Articles

Back to top button
error: