দেশ

আগস্টেই করোনার তৃতীয় ঢেউ, অক্টোবরের বাড়বাড়ন্ত

টিডিএন বাংলা ডেস্ক : আর কয়েক দিনের মধ্যেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণের গ্রাফ চড়তে চড়তে অক্টোবরে ছুঁতে পারে সর্বোচ্চ শিখর। এমনই দাবি করেছে আইআইটি হায়দরাবাদের গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং আইআইটি কানপুরের মনীন্দ্র আগরওয়ালের টিম।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়ে ছিল দৈনিক সংক্রমণ। বাড়ছিল মৃত্যু মিছিল। এবার কি তেমনটাই হবে? নাকি তার থেকেও বেশি ভয়াবহ? গবেষকরা জানিয়েছেন, রোজ এক থেকে দেড় লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন তৃতীয় ঢেউয়ে। পরিস্থিতি খুব ভালো হলেও এক লক্ষ তো বটেই। তবে যথাযথ কোভিড বিধি না মানলে বিপদ আরও বাড়বে। বিশেষজ্ঞদের দাবি, করুনার দ্বিতীয় ঢেউ থেকে এখনও মুক্তি মেলেনি দেশবাসীর। এরইমধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা। গবেষকদের কথায়, কয়েকদিনের মধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে। এক সপ্তাহ আগে ওইটা আন্দাজ করা যায়নি। কিন্তু ক্রমেই চরিত্র বদলাতে অতিমারী। কেরল এবং মহারাষ্ট্রে রোজ যেভাবে সংক্রমণ বাড়ছে তাকে তৃতীয় ঢেউ এর প্রাথমিক লক্ষণ বলে মনে করছেন তারা। আগে অবশ্য বলা হয়েছিল জুলাই এর মাঝামাঝি দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।

Related Articles

Back to top button
error: