লালবাগে ৩১ কেজি গাজা সহ গ্রেপ্তার দুই

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে ৩১ কেজি গাজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের লালবাগ থানার পুলিশ। আজ তাদের আজিমগঞ্জ টাউন থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকদের নাম প্রসেনজিৎ মন্ডল(৩১) ও সুগ্রীব সরকার(৩০)। উভয়েরই বাড়ি লালবাগের কাটগোলা এলাকায়। এদিন তাদের একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়। আজ তাদের লালবাগ মহুকুমা কোর্টে পাঠালে দুদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। কোথায় এবং কি উদ্দেশ্যে গাঁজা গুলো পাচার করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।