আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি কেন? পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যকে নোটিশ সুপ্রিমকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন? জানতে চেয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা ও দিল্লি সরকারকে নোটিশ দিলো সুপ্রিমকোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই নোটিস জারি করে জানায়, দু’সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। তার মধ্যে নোটিসের জবাব দিতে হবে চার রাজ্যকে।