নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: চারটি পাইপগান সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার রাত্রিবেলা মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, মনিরুল হক ওরফে মিন্টু(২৭) ও নিয়ামত আলী(৩৩)। ধৃতদের বাড়ির মোথাবাড়ি থানা এলাকায়। এদিন মোথাবাড়ি থানার গীতামোড় এলাকায় সন্দেহভাজন ভাবে দুইজন ঘোরাঘুরি করছিল। মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তাদেরকে তল্লাশি চালাতে ৪টি পাইপগান উদ্ধার হয়। যার মধ্যে দুইটি পাইপগান কার্তুজ ভর্তি ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।