HighlightNewsদেশ

দিল্লিতে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার পাঁচ আতঙ্কবাদী; উদ্ধার হাতিয়ার এবং দস্তাবেজ 

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি পুলিশের হাতে একটি বড়োসড়ো সাফল্য। মাদক সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচজন আতঙ্কবাদীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল শকরপুরে ওই পাঁচ আতঙ্কবাদীকে গ্রেফতার করেছে। ওই আতঙ্কবাদীদের কাছ থেকে বেশকিছু অস্ত্র এবং দস্তাবেজ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আতঙ্কবাদী দের মধ্যে দুজন পাঞ্জাব এবং তিনজন কাশ্মীরের বাসিন্দা।

শকরপুরে দিল্লি পুলিশের স্পেশাল সেলের সাথে ঐ আতঙ্কবাদীদের গুলির লড়াই চলে। আতঙ্কবাদীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। এই এনকাউন্টার প্রসঙ্গে ডিসিপি স্পেশাল সেল প্রমোদ কুশবাহা বলেছেন, দিল্লির শকরপুরে এলাকায় লড়াইয়ের পর পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুজন পাঞ্জাবের এবং তিনজন কাশ্মীরের। এর সাথে বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী মাদক সন্ত্রাসবাদের জন্য এই আতঙ্কবাদীদের ওপর আইএসআইয়ের সমর্থন ছিল। তবে এই আতঙ্কবাদী সংগঠনের নাম এখনও জানা বাকি আছে।

অপরদিকে, গ্রেফতার হওয়া দুজন পাঞ্জাবের আতঙ্কবাদীদের নাম জানা গেছে। এই দুজনের নাম হল গুরুজিৎ সিং এবং সুখদীপ। এরা দুজনেই পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা। এদের মধ্যে মাত্র ১৯ বছর বয়সী গুরুজিৎ সিং এবং তার সঙ্গী সুখদীপ চলতি বছরের ১৬ অক্টোবর শৌর্য চক্র বিজেতা বলবিন্দর সংঘুকে গুলি করে হত্যা করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে এই দু’জন কাশ্মীরের থেকে ড্রাগ কন্সাইনমেন্ট পেয়েছিল। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে সেই তথ্য অনুযায়ী, এদের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সমর্থিত একটি বৃহৎ মাদক গোষ্ঠী কাজ করছে।

Related Articles

Back to top button
error: