দেশের প্রত্যন্ত অঞ্চলে করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা

প্রতীকী ছবি। সৌজন্যে ইন্ডিয়ান এয়ার ফোর্সের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভ্যাকসিন প্রস্তুত হয়ে গেলে দেশের প্রতিটি প্রান্তে এই টিকা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় বায়ুসেনা।সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী সরকারের তরফ থেকে এ বিষয়ে কোন রকম অনুরোধ না করা হলেও এই কাজের জন্য সম্পূর্ণ তৈরি ভারতীয় বায়ুসেনা। একটি সরকারি সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার যে বিপুল ক্ষমতা রয়েছে তাতে দেশের সর্বত্র করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া অসম্ভব নয়। এই কাজের জন্য ইতিমধ্যেই বায়ুসেনার তরফ থেকে রোডম্যাপও প্রস্তুত করা হয়েছে।