HighlightNewsদেশ

কৃষক আন্দোলনের সমর্থনে লখনৌতে অবস্থান-বিক্ষোভে বসা অখিলেশ যাদবকে গ্রেফতার করল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনের সমর্থনে লখনৌতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুসারে, কৃষক আন্দোলন সূত্রে জারি হওয়া ১৪৪ ধারা ভঙ্গ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অখিলেশ যাদব যাদব বলেন, তিনি কৃষকদের সঙ্গে কথা বলতে চান। সরকার কৃষকদের কথা শুনছেনা। শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করে অখিলেশ যাদব বলেন সরকারের ওপর কৃষকদের অভিশাপ লাগবে।

প্রসঙ্গত, আগামীকাল আন্দোলনরত কৃষক সংগঠনগুলির আহ্বানে ভারত বনধ হওয়ার আগেই এই বনধকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একের পর এক এনডিএ বিরোধী রাজনৈতিক দলগুলি সমর্থন করে চলেছে এই ভারত বনধকে। ইতিমধ্যেই দেশের ১২ টি শীর্ষ স্থানীয় রাজনৈতিক দল এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে। এই পরিস্থিতিতে রবিবারও কৃষকদের দাবি নিয়ে বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। যদিও এই বৈঠকেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি বলেই জানা গেছে।এই পরিস্থিতিতে আগামীকালের ভারত বন্ধের আগে বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

এদিকে অখিলেশ যাদবের গ্রেপ্তারের পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, কংগ্রেস, সমাজবাদী পার্টি বা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করতে থাকা সমস্ত দলগুলি কৃষক বিরোধী। এরা কৃষকদের হিতৈষী নয়। কৃষকদের শত্রু।

অপরদিকে, পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস আন্দোলনকারী কৃষকদের পাশে রয়েছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে ভারত বনধের সমর্থন করবো না। এটা (বনধ) আমাদের নীতি বিরুদ্ধ।

 

Related Articles

Back to top button
error: