সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা, যাচ্ছেন ফিরহাদ হাকিম

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় মৃত্যু হলো পাঁচজনের। জখম মহিলা সহ আরো আটজন। কিভাবে কিংবা কি থেকে এই বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জখমদের মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

এদিকে রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, ঘটনাস্থলে হেলিকপ্টারে করে যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই বৈঠক করেছি। ডিএম ও এসপির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে করে পৌঁছবেন ফিরহাদ হাকিম।” এদিন নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।