সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে নিহত শ্রমিক পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ওয়েলফেয়ার পার্টির, ১০ লক্ষ করে ক্ষতিপূরণের দাবি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত পাঁচ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়েলফেয়ার পার্টির মালদা জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সুজাপুরে নিহত শ্রমিকদের বাড়ি যান ওয়েলফেয়ার পার্টির জেলা সভাপতি শাহজাহান আলী, সহ সভাপতি তথা ফ্রাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী, সফিকুল আলম, স্থানীয় বুদ্ধিজীবী আকমল হোসেন, খাদিমুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা কথা বলার পাশাপাশি নিহতের স্বজনদের সমবেদনা জানান।

পরে পার্টির মালদা জেলা সহ সভাপতি তথা ফ্রাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী জানান, এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। যারা মারা গিয়েছেন তাদের পরিবার একেবারেই অসহায়। আমরা নিহত পরিবার পিছু ১০ লক্ষ করে টাকা, গুরুতর জখম পরিবারদের পাঁচ লক্ষ টাকা ও অল্প জখমদের ২ লক্ষ করে টাকা দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা এবং মৃত ও জখম পরিবারের সদস্যদের কাজের ব্যবস্থা করতে হবে। এদিন রাজ্যপাল জগদীপ ধনকরের ট্যুইটকে বিকৃত ও মিথ্যা ট্যুইট বলে দাবি করে তার তীব্র নিন্দা জানান আরাফাত আলী।