HighlightNews

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, টুইটার বায়ো থেকে “মন্ত্রী” পদ সরালেন আদিত্য

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পদত্যাগের আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন উদ্ধব ঠাকরে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে জল্পনা মহাবিকাশ আঘাদি সরকারও বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেছেন, মহারাষ্ট্রে রাজনৈতিক আলোড়ন বিধানসভা ভেঙে দেওয়ার দিকে এগোচ্ছে। অন্যদিকে, আজই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
এদিকে, ট্যুইটার বায়ো থেকে নিজের মন্ত্রীর পদ সরিয়ে নিয়েছেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। উল্লেখ্য, আদিত্য ঠাকরে মহারাষ্ট্র সরকারের পর্যটন ও পরিবেশ মন্ত্রী।
এর আগে, বুধবার সঞ্জয় রাউত বলেন, শিন্ডে কোনো শর্ত দেননি। দল গঠনে অবদান রেখেছেন। আমরা অবিরাম যোগাযোগে আছি এবং সমস্ত বিধায়ক শিবসেনায় থাকবেন। অপারেশন লোটাস সফল হবে না।

সুরাটের হোটেলে থাকা ৪০ জন বিধায়ককে বুধবার সকাল ৬টায় বিমানে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। ৭ জন স্বতন্ত্র বিধায়ক রয়েছেন। বিশেষ বিমানে বিধায়কদের নিয়ে যাওয়া হয়। সুরাট বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একনাথ শিন্ডে বলেন, আমি ক্ষমতার জন্য হিন্দুত্বের সঙ্গে আপস করতে পারি না।
সূত্রের খবর অনুযায়ী, আদিত্য ঠাকরের সাথে শিন্ডের বাকবিতণ্ডা হয়েছিল বিদ্রোহের দুদিন আগে অর্থাৎ শুক্রবার মুম্বইয়ের পাওয়াইতে একটি হোটেলে। সেসময় সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় রাউতও। বিধান পরিষদ নির্বাচনের সময় কংগ্রেস দলের জন্য অতিরিক্ত ভোট ব্যবহার করা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, যার বিরোধিতা করেছিলেন শিন্ডে।

Related Articles

Back to top button
error: