HighlightNewsদেশ

সংকটে উদ্ধব ঠাকরের সরকার, ১২ জন বিধায়ক নিয়ে গুজরাটে পৌঁছেছেন ঘনিষ্ঠ মন্ত্রী একনাথ শিন্ডে

টিডিএন বাংলা ডেস্ক: চরম সংকটে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার। রাজ্যের শক্তিশালী মন্ত্রী তথা ‘উদ্ধব ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত একনাথ শিন্ডে রাজ্যের ১২ জন বিধায়ককে নিয়ে গুজরাটে গিয়েছেন। সূত্রের খবর, শিবসেনার ক্রমাগত অবহেলায় তিনি ক্ষুব্ধ। গতকাল সন্ধ্যা থেকেই উদ্ধব ঠাকরের ফোন তুলছেন না একনাথ শিন্ডে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় এখনও পর্যন্ত উদ্ধব সরকারের কাছে ৮ জন স্বতন্ত্র বিধায়ক সহ ১৬৯ জন বিধায়কের সমর্থন রয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্য,”মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো একই প্যাটার্নে উদ্ধব ঠাকরে সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।” তিনি আরো বলেন, “শিবসেনা অনুগতদের দল। আমরা তা হতে দেব না।”
সূত্রের খবর অনুযায়ী, একসময়ের উদ্ধব ঘনিষ্ঠ একনাথ শিন্ডে তাঁর প্রতি দলের ক্রমাগত অবহেলার কারণে ক্ষুব্ধ। জানা গিয়েছে, পালঘরের বিধায়ক শ্রীনিবাস বঙ্গ, আলিগড়ের বিধায়ক মহেন্দ্র ডালভি এবং ভিওয়ান্দি গ্রামীণ শান্তরাম মোরেও দল পরিবর্তন করতে চেয়েছেন। বিজেপি সূত্রে দাবিঙ্করা হয়েছে, শিন্ডের সাথে ১২ জন শিবসেনা বিধায়ক ছাড়াও সুরাটের হোটেলে পাঁচজন স্বতন্ত্র বিধায়কও রয়েছেন।
মহা বিকাশ আঘাদি শাসক জোট এবং বিজেপি বিধান পরিষদ নির্বাচনে পাঁচটি করে আসন জিতে নেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনার খবর আসে শিব সেনার কাছে। বিরোধী দল বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনেই জিতেছে। ক্ষমতাসীন জোটের কাছে ধাক্কা খেয়ে হেরে যান কংগ্রেস প্রার্থী চন্দ্রকান্ত হান্দোর।
এ প্রসঙ্গে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, “একনাথ শিন্ডে হোটেলে আমাদের সাথে ছিলেন এবং এমভিএ প্রার্থীর বিজয় নিশ্চিত করার চেষ্টা করছিলেন। আমরা তাঁর সাথে কথা না বলা পর্যন্ত কিছু বলতে পারি না”। তিনি আরো বলেন, তাঁরা এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে কথা বলেছেন।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে আজ দুপুরে সংবাদ নিজের এহেন পদক্ষেপ প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করতে পারেন।

Related Articles

Back to top button
error: