রাজ্য

ভাঙন কবলিত অসহায় মানুষদের পাশে জমিয়তে উলামায়ে হিন্দ 

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ভাঙন কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়ালো জমিয়তে উলামায়ে হিন্দ ও সরলপথ এডুকেশনাল এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, সরলপথ এডুকেশনাল এ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার তিনটি সংস্থারযৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত মানুষদের মাঝে আজ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করা হয় কাঁকুড়িয়া কমিউনিটি হলে। সামসেরগঞ্জের ধানগড়া, হিরানন্দপুর, ধুসরিপাড়া এলাকার মোট ৬৫টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তারা। এসময় উপস্থিত ছিলেন
জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার রাজ্য সভাপতি আব্দুল্লাহ সালাফী, রাজ্যের কোষাধক্ষ্য মাস্টার আব্দুল ওদুদ, মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মাস্টার মহঃ কুতুবুদ্দিন, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাপতি ফাইজুদ্দিন আসারী, নাজমে আলম সানাবিলী, সরলপথ এডুকেশনাল এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক তুজাম্মেল হক সালাফী , সরলপথ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রুহুল আমিন
সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
error: