HighlightNewsদেশ

দিল্লির দাঙ্গা মামলায় জামিন পেলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমর খালিদ

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির দাঙ্গা মামলায় জেএনইউ এর প্রাক্তন ছাত্র উমর খালিদের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। গতবছর দাঙ্গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল উমর খালিদকে। এবিন আদালত জানিয়েছে, দিল্লির দাঙ্গা সম্পর্কিত মামলায় এখনো পর্যন্ত অনেক মানুষের পরিচয় জানা এবং তাদের গ্রেফতার করা বাকি আছে বলে অনির্দিষ্টকালের জন্য উমর খালিদকে বন্দী করে রাখা যাবে না। তবে উমর খালিদকে এখন জেলে থাকতে হবে কারণ, ইউপিএ অ্যাক্টের ধারাতেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে যা একটি আলাদা মামলা এবং ওই মামলায় এখনো পর্যন্ত তিনি জামিন পাননি।

গতবছর দিল্লির দাঙ্গা মামলায় অভিযুক্ত উমর খালিদ জানুয়ারি মাসে সেশন কোর্টে একটি আবেদনপত্র দায়ের করে জেলেই কম্পিউটারে তার বিরুদ্ধে তৈরি হওয়ার চার্জশিট দেখার অনুমতি চেয়েছিলেন।পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে তৈরি হওয়া চার্জশিট পুলিশ মিডিয়ার কাছে ফাঁস করে দিয়েছে অথচ তিনি এখনো পর্যন্ত চার্জশিট দেখতে পাননি। এর ফলে এই মামলায় তাঁর ন্যায় পূর্ণ শুনানি হওয়ার যে অধিকার রয়েছে তা লঙ্ঘিত হচ্ছে।

 

 

Related Articles

Back to top button
error: