HighlightNewsদেশ

গুরগাঁওতে নামাযে ফের অশান্তি! ধৃত ৬

টিডিএন বাংলা ডেস্ক : গুরগাঁওতে নামাযে ফের অশান্তি। অভিযোগ নামাযের জন্য যে জায়গা নির্দিষ্ট করা হয়েছিল, সেখানেও ঝামেলা পাকায় দক্ষিণপন্থী গোষ্ঠীর সদস্যরা। অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধেও। এই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ছিল জুম্মার নামায। আর সেই নামায পাঠে বাধা দেওয়ার অভিযোগ উঠল। নামায পড়ার জায়গায় ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। যুক্তি দেওয়া হয়, ট্রাক দাঁড়ানোর জায়গা নেই। ঘটনাস্থল থেকে বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। নামাযের জায়গাটি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। তারপরেও ওই গণ্ডগোল হওয়ার এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ পরে ঘটনাস্থলে আসে। কিন্তু বিক্ষোভকারীদের তুলনায় পুলিশের সংখ্যা ছিল কম। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মানবশৃঙ্খল তৈরি করে। নামায পড়ার সেই জায়গায় ঢুকতে বাধা দেওয়া হয় বিক্ষোভকারীদের।

পরে সেই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। উল্লেখ্য ২০১৮ সাল থেকে মুসলিম ও হিন্দু এই দুই সম্প্রদায়ের মধ্যে আলোচনার মাধ্যমে ২৯টি জায়গা স্থির হয় নামাযের জন্য। সেই ২৯টি জায়গার অন্যতম সেক্টর ৩৭। যাকে কেন্দ্র করে এত অশান্তি।

Related Articles

Back to top button
error: