HighlightNewsদেশ

দলিত মহিলাদের ওপর যৌন হয়রানির ৮০ শতাংশের পেছনে উচ্চবর্ণ: রিপোর্টে প্রকাশ

টিডিএন বাংলা ডেস্ক: দলিত মহিলাদের ওপর যৌন হয়রানির ৮০ শতাংশের পেছনে রয়েছে উচ্চবর্ণ। এই অপরাধীদের মাত্র ১০% শাস্তি পায়। শুধু তাই নয়, দলিত মহিলাদের ওই ৮০ শতাংশের পরিসংখ্যানের মধ্যে রয়েছে ৬ বছরের কম বয়সী শিশু কন্যারাও। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে দলিত মহিলাদের তৃণমূল স্তরের সংগঠন স্বভিমান সোসাইটি ও আন্তর্জাতিক নারী অধিকার সংগঠন ইকুয়ালিটি নাও। ওই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০০৯-২০২০ সাল পর্যন্ত দলিত বালিকা ও মহিলাদের ওপরে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৪০টি। এর মধ্যে হাথরসের ২০ বছরের দলিত তরুনীর গণধর্ষণের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের জাতীয় ক্রাইম রেকর্ড অনুযায়ী, হরিয়ানার মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ দলিত এবং প্রতিদিন সেখানে দলিত মহিলারা ধর্ষণের শিকার হন। হরিয়ানার মোট বাইশটি জেলার মধ্যে ১১টি জেলার রিপোর্ট প্রকাশ করেছে স্বভিমান সোসাইটি।এই সোসাইটির পক্ষ থেকে যে সমস্ত মহিলার আবার শিশুরা যৌন নির্যাতনের শিকার হন তাদেরকে আইনিভাবে সাহায্য করা হয়ে থাকে। এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে হিসারে এবং কাইথালে। হিসারে মোট ৭টি এবং কাইথালে মোট ৬ টি ঘটনা ঘটেছে। একই সাথে যৌন নির্যাতনের পাঁচটি ঘটনা ঘটেছে যথাক্রমে সোনিপাত এবং কুরুক্ষেত্রে। ওই রিপোর্ট অনুযায়ী এ ধরনের ৮০% ঘটনায় অভিযুক্তরা উচ্চবর্ণের। শুধু তাই নয় ৯০% ঘটনায় অন্তত একজন করে অভিযুক্ত উচ্চবর্ণের হয়ে থাকে। উল্লেখ্য, হরিয়ানার এসসিআরবি তথ্যের সঙ্গে সামঞ্জস্য রয়েছে স্বভিমান সোসাইটি এবং ইকুয়ালিটি নাও মহিলা সংগঠনের প্রকাশিত পরিসংখ্যানের।

Related Articles

Back to top button
error: