টিডিএন বাংলা ডেস্ক: সাফিনাকা এলাকার দুজন বাংলাদেশি নাগরিককে সম্প্রতি পুলিশ গ্রেফতার করে। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্ত করতে শুরু করলে সেখান থেকে তাদের বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পাওয়া যায়। তদন্ত চলাকালীন পুলিশ আরও জানতে পারে যে ওই দুই বাংলাদেশী নাগরিককে স্থানীয় স্তরে ভদশ তাবিজ তৈরি করে দেওয়ার জন্য এআইএমআইএম এর দুজন বিধায়কের লেটারহেড ব্যবহার করা হয়েছিল। এআইএমআইএম এর ওই দুজন বিধায়কের সাথেই আরও সাতজন বিধায়কের লেটারহেড পাওয়া গেছে। এই দুই এআইএমআইএম বিধায়কের নাম মুফতি মোহাম্মদ ইসমাইল আব্দুল খালিফ এবং শেখ আতিফ শেখ রাশিদ। তবে ওই লেটারহেডের চিঠি গুলি আদতে বিধায়কের নিজের নাকি এগুলি নকল তা জানতে তদন্ত করছে মুম্বাই পুলিশ। এ বিষয়ে এআইএমআইএমএর ওই দুই বিধায়ককে জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন, যাঁরা ভুয়া পাসপোর্ট তৈরি করতে পারেন তাঁরা লেটারহেডও ব্যবহার করতে পারেন।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024