দেশ
অবসর নেবো তবু বিজেপির সঙ্গে জোট নয়, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি মায়াবতীর
টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির সঙ্গে জোট বাঁধার আগে রাজনীতি থেকে অবসর নেব। সোমবার এভাবেই অবস্থান বদল করলেন বহুজন সমাজবাদি পার্টির নেত্রী মায়াবতী। আজ তিনি বলেন, “ভবিষ্যতে কোনও নির্বাচনেই বিজেপির সঙ্গে বিএসপির জোট হতে পারে না। আমাদের আদর্শ সর্বধর্ম সেবা। আর বিজেপি আপাদমস্তক সাম্প্রদায়িক দল। ওঁদের সঙ্গে জোট করার আগে আমি রাজনীতি থেকে অবসর নেব।”