টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের লাগাতার বেড়ে চলা অপরাধমূলক ঘটনা এবং আইন ব্যবস্থা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের কটাক্ষ করেছেন যোগী সরকারকে। হাথরস এবং বুলন্দশহরের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে একটি টুইট করে তিনি লিখেছেন,”বিজেপির শাসনকালে উত্তরপ্রদেশ প্রতিদিন খারাপ প্রদেশ হয়ে উঠছে। এই আইনব্যাবস্থা থেকে কেউই অপরিচিত নয়—এটা প্রত্যেকটি বর্ণের মানুষের জন্য অভিশাপ।”
भाजपा शासन में उत्तर प्रदेश दिन पर दिन बदतर प्रदेश बन रहा है।
इस क़ानून अव्यवस्था से कोई भी अछूता नहीं है- ये हर समुदाय के लिए अभिशाप है।#Hathras #Bulandshahr pic.twitter.com/OyTUK5MTjj
— Rahul Gandhi (@RahulGandhi) March 3, 2021