রাজ্য

ছাতিমতলায় মৌন অবস্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: ‘ভিসি গো ব্যাক’ ধ্বণি তুলে বিক্ষোভ পড়ুয়াদের। শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তা রাজ্য সরকার ফেরত নেওয়ার বিরুদ্ধে ছাতিমতলায় অবস্থানে ছাত্র বিক্ষোভের মুখোমুখি হলেন উপাচার্য। শুনলেন ‘উপাচার্য দূর হঠো’ ধ্বণি। বিক্ষুব্ধ পড়ুয়ারা ছাতিমতলায় ঢুকতে গেলে বাঁধাপ্রাপ্ত হলেন নিরাপত্তারক্ষীদের। চলে ধ্বস্তাধস্তি। পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় এলাকা। পড়ুয়াদের মাটিতে বসে পড়ে চূড়ান্ত বিক্ষোভে সামিল হন। পড়ুয়াদের গলায় ছিল ‘বাঁধ ভেঙে দাও’ গানের সূর। হাতে ছিল পোস্টার।

 

পোস্টারে লেখা ছিল, ‘অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলতে হবে’, ‘ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বিশ্বভারতী বাঁচান, তবেই রবীন্দ্রনাথ বাঁচবে’, ‘অধ্যাপক সুদীপ ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করতে হবে’, ‘ হিন্দুত্ববাদী আগ্রাসন দিয়ে বিশ্বভারতীর সংস্কৃতি ধ্বংস করা যাবে না’। এদিন বিক্ষোভে সামিল পড়ুয়ারা ছাতিমতলা থেকে উপাচার্যের বের হওয়ার রাস্তা অব্রুদ্ধ করে বিক্ষোভ দেখান। উপাচার্যকে অন্য রাস্তা দিয়ে ফিরতে হয়েছে। এদিন ছাতিমতলায় পছন্দের অধ্যাপক, কর্মীদের নিয়ে রাস্তা ইস্যুতে মৌন অবস্থানে বসতে গিয়ে এভাবে পড়ুয়া বিক্ষোভের মুখে পড়া নিঃসন্দেহে উপাচার্যের কাছে অস্বস্তিদায়ক বলে মনে করছেন সকলে।

Related Articles

Back to top button
error: