রাজ্য

বিদ্যাসাগরের জন্মদিনে কৃতিদের সংবর্ধনা, অসহায় মেধাবী পড়ুয়াদের পাশে মন্ত্রী জাকির হোসেন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম দিবস উপলক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সুতিতে। শনিবার সুতি-১ ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিসে আয়োজিত এই অনুষ্ঠান থেকেই অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিন মন্ত্রী জাকির হোসেন ব্যক্তিগত তহবিল থেকে সুতি ১ ব্লকের মোট দশজন কৃতি-মেধাবী ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য
প্রতি মাসে এক হাজার করে সাম্মানিক প্রদান করার কথা ঘোষণা করেন। পাশাপাশি ব্লকের দশটি স্কুলের মোট ২০০ জন ছাত্রছাত্রীকে যাবতীয় বই-খাতাপত্র দিয়ে সাহায্য করারও আস্বাস দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি-১ ব্লকের বিডিও রবীন্দ্রনাথ বাড়ুই, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাঝি,
মন্ত্রী প্রতিনিধি তথা বিশিষ্ট শিক্ষক অরিজিত পাণ্ডে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে সংবাদমাধ্যমকে রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, গ্রামীন এলাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তাদেরকে উচ্চ শিক্ষায় এগিয়ে নিয়ে আসতে আমি ব্যক্তিগতভাবে এক হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থের অভাবে কিংবা টিউশন খরচের অভাবে কোনো ছাত্রছাত্রী যেন পড়াশুনা থেকে বঞ্চিত না হয় তার জন্যই এই উদ্যোগ। এদিকে পিছিয়ে পড়া এলাকা থেকে মেধা তুলে নিয়ে আসতে মন্ত্রী জাকির হোসেনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্বেজনেরা।

Related Articles

Back to top button
error: