রাজ্য

কড়া নিরাপত্তায় ভোট ৪ পুরনিগমে, অগ্নিপরীক্ষা কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক : বিধাননগর,শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোলে আজ ভোট। শান্তিপূর্ণভাবে ভোট করাই চ্যালেঞ্জ কমিশনের।

বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডে বুথ সংখ্যা ৪৬৮। ভোটার সংখ্যা ৪,৪৬,৬৪০। চন্দননগরের ৩৩টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১,৪৪,৮৩৯। ১০৬ ওয়ার্ড নিয়ে আসানসোল পুরসভার মোট ভোটার সংখ্যা ৯,৪২,০৮৮। শিলিগুড়িতে ৪৭টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪,০২,৮৯৫। প্রতিটি পুরনিগমের সাধারণ পর্যবেক্ষক থাকবেন ৩ জন। বিশেষ পর্যবেক্ষণ থাকবেন ১জন। নিরাপত্তার দায়িত্বে পুলিশ রয়েছে ১০,৭০০ জন। সশস্ত্র পুলিশ সংখ্যা ৫,৫৫৭। প্রত্যেকটি পুরনিগমে ১জন করে সিনিয়র পুলিশ অফিসার, প্রতিটি বুতে একজন সশস্ত্র এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার, আরটি -৭৭ টিম, কিউআরটি ৪৪টিম, এইচআরএফএস ৩৪টিম রয়েছে।

এবারের নির্বাচন শান্তিপূর্ণ করা চ্যালেঞ্জ রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কারণ এই সংক্রান্ত যাবতীয় দায়িত্ব কমিশনের ওপরই দিয়েছে হাইকোর্ট। এমনকী ভোটে কোনও গন্ডগোল হলে তার দায়িত্বও কমিশনের ওপর। সব মিলিয়ে আজ কঠিন পরীক্ষার মুখোমুখি রাজ্য নির্বাচন কমিশন। যদিও ভোটে সকাল থেকেই বিধান নগর, শিলিগুড়িতে অশান্তির ছবি উঠে এসেছে।

Related Articles

Back to top button
error: