Highlightরাজ্য

আজ পঞ্চম দফার ভোট, ৬ জেলার ৪৫ আসনে ভোট গ্রহণ শুরু হল

টিডিএন বাংলা ডেস্ক : আজ রাজ্য বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। ৬ জেলার মোট ৪৫টি আসনে ভোট গ্রহণ। ভোট হবে উত্তর ২৪ পরগনার ১৬টি, পূর্ব বর্ধমানের ৮টি, নদিয়ায় ৮টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৫টি ও কালিম্পঙের ১টি আসনে ভোট নেওয়া হবে।

কেন্দ্র গুলি দেখে নিন :
উত্তর ২৪ পরগনা-

পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

পূর্ব বর্ধমান-

খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।

নদিয়া-

শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।

জলপাইগুড়ি-

ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং-

দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

কালিম্পং-কালিম্পং।

Related Articles

Back to top button
error: