Highlightরাজ্য

আজ ষষ্ঠ দফায় ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ শুরু

টিডিএন বাংলা ডেস্ক : আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। নদিয়া জেলার ৯টি আসনে, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে ও উত্তর দিনাজপুর জেলার সব আসনে নির্বাচন হবে। ৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি ।

এক নজরে দেখে নিন কেন্দ্র গুলি:

উত্তর ২৪ পরগনা: কোন আসনে ভোট

অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া , ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, বাগদা (তফঃ), বনগাঁ উত্তর (তফঃ), বনগাঁ দক্ষিণ (তফঃ), গাইঘাটা (তফঃ), স্বরূপনগর (তফঃ), বাদুড়িয়া, হাবড়া

পূর্ব বর্ধমান: কোন আসনে ভোট
গলসি (তফঃ), আউশগ্রাম (তফঃ) , মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, ভাতার

নদিয়া: কোন আসনে ভোট

করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিন

উত্তর দিনাজপুর: কোন আসনে ভোট
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর , চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (তফঃ) , কালিয়াগঞ্জ (তফঃ), রায়গঞ্জ, ইটাহার

 

Related Articles

Back to top button
error: