পশ্চিমবঙ্গের জনগণ নতুন বিধানসভা গঠনের জন্য ভোট দিচ্ছেন, টুইট বার্তায় জানালেন নরেন্দ্র মোদী

Screenshot taken from Narendra Modi Twitter page

টিডিএন বাংলা ডেস্ক : আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। এরই মধ্যে টুইট করে ষষ্ঠ দফায় এলাকার মানুষদেরকে ভোট দেবার আবেদন জানালেন প্রধানমন্ত্রী। আজ রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। নদিয়া জেলার ৯টি আসনে, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে ও উত্তর দিনাজপুর জেলার সব আসনে নির্বাচন হবে। ৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

সবাইকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের জনগণ নতুন বিধানসভা গঠনের জন্য ভোট দিচ্ছেন।
আজ ষষ্ঠ ধাপে যাদের এলাকায় ভোট রয়েছে, তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করছি।