HighlightNewsদেশ

করোনার ‘ডাবল মিউট্যান্ট’ নয়, আতঙ্ক বাড়িয়ে রাজ্যে হাজির ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’

টিডিএন বাংলা ডেস্ক: করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’-এর আতঙ্ক কাটতে না কাটতেই এবার দেশে হাজির হয়েছে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’।বিশ্বের মধ্যে যে সমস্ত রাজ্যগুলিতে এই ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী করোনাভাইরাসের এই ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট তিনটি আলাদা স্ট্রেন মিলে তৈরি হয়েছে। এর সংক্রামক ক্ষমতা ডাবল মিউট্যান্ট থেকে প্রায় তিন গুণ বেশি। এই নয়া শ্রেণীর দাপটেই গোটা বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই নতুন ভ্যারিয়্যান্টের সংক্রামক শক্তি বেশি হওয়ার পাশাপাশি এই নয়া ট্রেনে আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে। চাই বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন স্ট্রেনকে সঠিক সময় নিয়ন্ত্রণ করা না গেলে সুনামির আকার ধারণ করতে পারে সংক্রমণ।

বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এই স্ট্রেনের থাবা থেকে মুক্তি পাচ্ছে না শিশুরাও। ভাইরাসটি যত ছড়িয়ে পড়ছে ততই বেড়ে চলছে তার মিউটেশন। এই ভাইরাসকে সময়মতো নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন নিয়মিত জিনোম সিকোয়েন্সিংয়ের। তবে ভারতে বর্তমানে মোট আক্রান্তের মাত্র ১ শতাংশের উপর এই জিনোম সিকোয়েন্সিং করা সম্ভব হচ্ছে। এই পরিস্থিতিতে এক ধাক্কায় সেই হার বাড়িয়ে তোলা একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি এই নতুন স্ট্রেনের ওপর বর্তমান করোনা ভ্যাকসিন কতটা কার্যকরী হবে তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। যে তিনটি পৃথক স্ট্রেনের সমন্বয়ে এই নয়া ভ্যারিয়্যান্টের জন্ম তার মধ্যে দু’টি শরীরে স্বাভাবিক ভাবে তৈরি হওয়া কোভিড প্রতিরোধ ক্ষমতাকে হার মানাতে সক্ষম। ফলে অ্যান্টিবডির মাধ্যমে তা রোধ করা যাবে না বলেই মত বিশেষজ্ঞদের।

Related Articles

Back to top button
error: