দেশ

পদ্মশ্রী ভারতীয় স্কলার ওয়াহিদউদ্দিন খান না ফেরার দেশে পাড়ি দিলেন

টিডিএন বাংলা ডেস্ক : বিশিষ্ট আলেমে দ্বীন ও পদ্মশ্রী, ভারতীয় স্কলার মাওলানা ওয়াহিদউদ্দিন খান না ফেরার জগতে পাড়ি দিলেন। মাওলানা ওয়াহিদউদ্দীন খান ( ১ জানুয়ারী ১৯২৫ – ২১ এপ্রিল ২০২১ ) তিনি ছিলেন একজন ভারতীয় ইসলামী পন্ডিত এবং তিনি বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলমানদের তালিকাভুক্ত ছিলেন । জন্ম – ১লা জানুয়ারী ১৯২৫ আজমগড় , উত্তর প্রদেশ , ব্রিটিশ ভারত । মৃত্যু-২১ এপ্রিল ২০২১ নয়াদিল্লি , দিল্লী , ভারত । প্রাক্তন সােভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভের পৃষ্ঠপােষকতায় খান ডেমির্গাস পিস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ; ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান , পদ্মভূষণ , জানুয়ারী ২০০০; মাদার তেরেসা এবং রাজীব গান্ধী জাতীয় প্রাক্তন সােভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভের পৃষ্ঠপােষকতায় খান ডেমির্গাস পিস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ; ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান , পদ্মভূষণ , জানুয়ারী ২০০০ ; মাদার তেরেসা এবং রাজীব গান্ধী জাতীয় সদভাবনা পুরষ্কার ( ২০০৯ ) উপস্থাপিত জাতীয় নাগরিক পুরষ্কার । ২০২১ সালের জানুয়ারিতে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ ভূষিত হন ।

Related Articles

Back to top button
error: