২৩ জুন পর্যন্ত গ্রেপ্তার কর যাবে না ওয়াংখেড়েকে: গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছিল সিবিআই

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: বম্বে হাইকোর্ট ২৩ জুন পর্যন্ত প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে গ্রেপ্তার হওয়ার থেকে সুরক্ষা দিয়েছে। উল্লেখ্য, ওয়াংখেড়েকে গ্রেপ্তারের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে সিবিআই। এর বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন ওয়াংখেড়ে।

সিবিআই জানিয়েছে, ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষের অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল অভিযোগ রয়েছে। এই অবস্থায় তাঁকে গ্রেফতারের অনুমতি দিতে হবে। একইসঙ্গে, ওয়াংখেড়ের আইনজীবী আবেদনে পরিবর্তন করতে দু’সপ্তাহ সময় চেয়েছিলেন।