HighlightNewsদেশ

‘আমরা মানুষের উপর চাপ বাড়াচ্ছি’, জিএসটির হার বৃদ্ধিতে ফের দলের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ বরুণ গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: জিএসটি (পণ্য ও পরিষেবা কর)-র নয়া হারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার পর ফের কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন বিজেপি সাংসদ বরুণ সোমবার এপ্রসঙ্গে বরুণ বলেন, ‘‘আমরাই সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ বাড়িয়ে দিচ্ছি।’’

প্রসঙ্গত, সোমবার থেকে মাছ, মাংস (বরফে রাখা বাদে), দই, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ির মতো ‘প্যাকেটবন্দি এবং লেবেল সাঁটা পণ্যে’ কর ছাড়ের সুবিধা উঠে গিয়েছে। এবার থেকে ওই সব পণ্যে দিতে হবে ৫ শতাংশ জিএসটি। এর ফলে প্যাকেটজাত প্রায় সমস্ত খাদ্যের দাম বাড়বে। বাড়তি করের আওতায় ঢুকছে হোটেলের হাজার টাকার কম দামি ঘর এবং ব্যাঙ্কের চেকবই-ও। এই প্রসঙ্গে একটি ট্যুইট করে বরুণ বলেন, “আজ থেকে দুধ, দই, মাখন, চাল, ডাল, রুটির মতো প্যাকেটজাত পণ্যের উপর জিএসটি প্রযোজ্য। রেকর্ড-ব্রেকিং বেকারত্বের মধ্যে নেওয়া এই সিদ্ধান্ত মধ্যবিত্ত পরিবার এবং বিশেষ করে ভাড়া বাড়িতে বসবাসকারী সংগ্রামী যুবকদের পকেট আরও হালকা করবে। যখন ‘ত্রাণ’ দেওয়ার সময় এসেছে, তখন আমরা ‘ব্যথা’ দিচ্ছি।”

বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের অভিযোগ এমনিতেই আমজনতা খাদ্যপণ্য, জ্বালানি-সহ সব কিছুর বর্ধিত দামে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী। প্রায় একই সুর শোনা যায় বরুণের বক্তব্যে।

উল্লেখ্য, এর আগে, বিতর্কিত কৃষি আইন, বেকারত্ব, লখিমপুর-খেরি হত্যাকাণ্ড, অগ্নিপথ প্রকল্পের মতো বিষয় নিয়েও প্রকাশ্যে দল এবং সরকারের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।

Related Articles

Back to top button
error: