HighlightNewsদেশ

“আমরা রেল লাইনে অবরোধ করব”; ঘোষণা করলেন আন্দোলনরত কৃষক নেতা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকরা এবার রেল অবরোধের ঘোষণা করলেন। কৃষক নেতা বলবির সিংহ বলেছেন সরকার যদি তাদের দাবি না শোনে তাহলে তারা এবার রেল লাইনে অবরোধ করবেন। শীঘ্রই এই অবরোধের দিন ঘোষণা করা হবে। কৃষক নেতার নেতার দাবি কেন্দ্র স্বীকার করেছে যে এই আইন ব্যবসায়ীদের জন্য বানানো হয়েছে। যদি কৃষি রাজ্যের বিষয় হয় তাহলে কেন্দ্র সরকারের এই বিষয়ে আইন বানানোর অধিকার নেই।

প্রসঙ্গত কৃষক নেতার এই বয়ানের কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের আন্দোলন ছেড়ে আলোচনার পথ অবলম্বন করা উচিত। তিনি আরো বলেন যে সরকারের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের কোন বিষয়ে যদি কৃষকদের আপত্তি থাকে তাহলে সরকার সেই বিষয় নিয়ে “খোলা মনে” আলোচনা করতে প্রস্তুত। নরেন্দ্র সিং তোমর বলেন, আলোচনা প্রক্রিয়া চলাকালীন কৃষকদের এভাবে আগামী পর্যায়ের আন্দোলনের ঘোষণা করা উচিত নয়। সরকার আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। কৃষকদের আশ্বাস দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

পাশাপাশি কৃষি আইন এর সমর্থনে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী আরো বলেন,”কোন আইন সম্পূর্ণরূপে খারাপ বা প্রতিকূল হতে পারে না। সরকার জোর দিয়ে বলতে চায় যে, আইনের যে বিধান কৃষকদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করতে পারে, যার ফলে কৃষক দলের ক্ষতি হতে পারে, সেই সমস্ত বিধান গুলির বিষয়ে সরকার খোলা মনে আলোচনা করার জন্য আগেও প্রস্তুত ছিল, ভবিষ্যতেও প্রস্তুত থাকবে।”

 

 

Related Articles

Back to top button
error: