দল যদি হারে তাহলে পিকের কারণেই হারবে: মন্তব্য তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর

টিডিএন বাংলা ডেস্ক: দল যদি হারে তাহলে পিকের কারণেই হারবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করে দলে বিতর্ক বাড়ালেন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী।জলপাইগুড়ি ময়নাগুড়ির ওই বিধায়ক বলেন, আমি দিদির কাছে এই বিষয় একটি চিঠি দিয়েছি। পিকের সমস্যার কথা তাতে লিখেছি। পিকে দলের সাংগঠনিক ক্ষেত্রে কোনও কাজে লাগছে না। সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।