রাজ্য
হাথরাস কাণ্ডের প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: হাথরাস কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন ওয়েলফেয়ার পার্টির কর্মী সমর্থকরা। বুধবার উত্তর প্রদেশের হাথরাসের গণধর্ষণ কাণ্ডের দোষী ও পক্ষপাতদুষ্ট আধিকারিকদের শাস্তি এবং যোগী সরকারের পদত্যাগের দাবিতে উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গা ব্লকের বেড়াচাপা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় দলের পক্ষ থেকে। এসময়
উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কোষাধ্যক্ষ আব্দুল নঈম, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদ্বয় মামুন আকতার হোসেন, আবু তাহের আনসারী, জেলা সম্পাদক আবু হানিফা, জেলা যুগ্ম সম্পাদক জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।