দেশ

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন সিবিআই ডাইরেক্টর অশ্বিনী কুমার

টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন সিবিআই ডাইরেক্টর তথা প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন ডিজিপি অশ্বিনী কুমার ৬৯ বছর বয়সে সিমলায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সিমলার এসপি মোহিত চাওলা এই ঘটনার কথা জানিয়ে বলেছেন মনিপুর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার একটি সুইসাইড নোট রেখে গেছেন।

অশ্বিনী কুমার ২০০৬ সালের অগাস্ট থেকে ২০০৮ সালের জুলাই মাস পর্যন্ত হিমাচল প্রদেশের ডিজিপি পদে কর্মরত ছিলেন। এরপর তিনি সিবিআইএর ডিরেক্টর পদে নিযুক্ত হন। ২০১০ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সিবিআই এর ডিরেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। এরপর মণিপুরের রাজ্যপাল পদে ২০১৩ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নিযুক্ত ছিলেন।

Related Articles

Back to top button
error: