যোগী রাজ্যে বুলডোজার বিচারের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টির রাজভবন অভিযানে উত্তাল কলকাতা, আটক নেতা-কর্মীরা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: বিচারের নামে প্রহসন করে মিথ্যা অভিযোগে যোগী রাজ্যে বুলডোজার দিয়ে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা জাভেদ মহম্মদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে এই অভিযোগ তুলে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বাংলাতে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়। এদিনের সেই রাজভবন অভিযানে উত্তাল কলকাতা। যদিও পুলিশ সেই মিছিলকে রাজভবন পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে আটকে দেয়। ওয়েলফেয়ার পার্টির নেতা-কর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষা করেই রাজভবন পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের নেতা-কর্মীদের আটক করে ও মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এদিনের মিছিল থেকে অবিলম্বে জাভেদ মহম্মদ ও তার পরিবারকে মুক্তি দেওয়ার এবং তাদের যে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে তা আবারও রাজ্য সরকারের দায়িত্বে গড়ে দেওয়ার জোড়াল দাবি ওঠে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে তাদেরও ছেড়ে দেওয়ার দাবি তোলেন তারা। অন্যথায় দেশ জুড়ে প্রতিদিন বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।