করোনা সচেতনতায় শহরে ঘুরলো সুসজ্জিত ট্রাম

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে কলকাতায় আজ নেওয়া হল এক নয়া উদ্যোগ। করোনা নিয়ে মানুষকে সচেতন করতে তাদের এই নয়া উদ্যোগ। তারা একটি পুরো ট্রাম ভাড়া করে এবং তাকে সুসজ্জিত করে করোনা নিয়ে মানুষকে সচেতন করার প্রক্রিয়ার কাজ শুরু করল। তবে এই ট্রামটি পুরোপুরি ভাবে সাজানো হয়েছে স্যানিটাইজার মাস্ক অর্থাৎ এই জাতীয় জিনিস গুলি দিয়ে ।এই কোভিড কেযার নেটওয়ার্কের উদ্যোক্তা পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি জানিয়েছেন মানুষকে করো না নিয়ে সচেতন করতে তাদের এই নতুন উদ্যোগ। এদিন তারা ধর্মতলা থেকে একটি ট্রেন পুরোপুরি ভাবে বুক করেছেন এবং এই ট্রামটি ধর্মতলা থেকে শ্যামবাজার গরিয়াহাট পর্যন্ত যাবে। যা করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে। প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে যেন মাস্ক পরিধান করে।

তাই এদের প্রধান উদ্দেশ্য ।কোনো মানুষ যেন মাস্ক কানে, গলায় ঝুলিয়ে না রাখে তার উপযুক্ত ব্যবহার করে সেই দিকটাই এদিন তারা তুলে ধরবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই সময় অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে ।হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। মানুষ যখন নিজে থেকে সতর্ক ও সচেতন হবে তখন এই করোনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে বলে তাঁরা মনে করছেন ।কারণ এখনও পর্যন্ত সঠিক ভাবে কোন কোভ্যাকসিন এসে পৌঁছায়নি ।তাই মানুষকে সচেতন করতে তাদের এই নয়া পন্থা ।এদিন সকাল থেকেই ট্রামে করে তারা ঘুরবেন শহর কলকাতায় বিভিন্ন প্রান্তে এবং যে সমস্ত মানুষ মাস্ক পরবেন না তাদের হাতে তুলে দেবেন মাস্ক । এমনটাই জানিয়েছেন পার্থ বাবু।