HighlightNewsরাজ্য

অভিন্ন দেওয়ানি বিধি বিতর্কের মধ্যেই আইনজীবীদের নিয়ে বিশেষ বৈঠক পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামীর 

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: গতকাল ২৭ জুন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড এর বিষয়ে মতামত জানতে চেয়ে ল’ কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিষয়ে আলোচনার জন্য বিশিষ্ট আইনজীবীদের নিয়ে জামাআতের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আমীরে হালকা ডা: মসিহুর রহমান সাহেব সভাপতিত্ব করেন। উল্লেখ্য কেন্দ্রীয় আইন কমিশন গত ১৪ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধর্মীয় সংস্থা, আইনজীবী সহ সাধারণ মানুষের কাছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোর্ট সম্পর্কে মতামত জানতে চেয়েছে। আগামী ১৪ জুলাইয়ের মধ্যে এই মতামত জানাতে সকলের কাছে অনুরোধ করেছে আইন কমিশন।

জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে কলকাতার বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সাইন্স এর প্রফেসর অ্যাডভোকেট সরফরাজ আহমেদ খান, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মাসুদ কারিম, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট জিয়াউল মোস্তফা আজিজী প্রমূখ উপস্থিত ছিলেন। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সাদাব মাসুম, এডভোকেট রফিকুল ইসলাম, সুজাউদ্দিন আহমেদ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আমীরে হালকা ডা: মসিহুর সাহেব বলেন, “জামাআত গোটা দেশজুড়ে বিশিষ্ট আইনজীবী, সিভিল সোসাইটি, সাধারণ জনসাধারণ এবং মুসলিম মিল্লাতের সঙ্গে এই বিষয়ে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। ভারতের মত বহু ভাষা, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় ও সামাজিক বৈচিত্রের মধ্যে এই ধরনের অভিন্ন বিধি প্রয়োগ করার প্রচেষ্টা মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ।” তিনি বলেন, “জামাআতের উদ্যোগে এই সমস্ত আলোচনার বিভিন্ন দিক সুনির্দিষ্ট ভাবে আইন কমিশনে পাঠানো হবে। তিনি সিভিল সোসাইটি, যুব সমাজ, নারী সমাজ ও মিল্লাতের বিশিষ্ট ব্যক্তিদের এই বিষয়ে তাদের স্পষ্ট মতামত ল কমিশনের ইমেইল আইডি membersecretary-lci@gov.in -তে পাঠাতে অনুরোধ করেছেন।”

Related Articles

Back to top button
error: