রাজ্য

ফের জেলায় জেলায় পুলিশ ট্রেনিং সেন্টারের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের

টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতি মিটলেই ফের জেলায় জেলায় পুলিশ ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। উল্লেখ করা যেতে পারে, ২০১৭-’১৮ সালে রাজ্যে প্রথমবারের জন্য ‘পুলিশ ট্রেনিং’ শুরু করে বিত্ত নিগম। প্রথম বছরেই প্রায় ২০ থেকে ২২ জন নিয়োগ পান। তারপরে নিয়মিত চলতে থাকলেও ২০১৯-’২০ সালের ১৪০০ আবেদনকারীকে নিয়ে প্রথম পর্যায়ের ট্রেনিং সম্পন্ন হয়। কিন্তু করোনার কারনে দ্বিতীয় পর্যায়ের কোচিং স্থগিত হয়ে যায়।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা ভেবে বিভিন্ন ট্রেনিং চালু করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে পুলিশ ট্রেনিং করানো যাচ্ছে না। তবে রাজ্য সরকারের সবুজ সঙ্কেত মিললেই পুনরায় জেলায় জেলায় এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আগে লিখিত পরীক্ষার জন্য গুরুত্ব দেওয়া হলেও এবার থেকে প্রথমেই ফিজিক্যাল ফিটনেসের উপর বেশি জোর দেওয়া হবে। পুলিশ নিয়োগ বোর্ডের গাইডলাইন মেনেই ভর্তি ও কোচিং দেওয়ার পাশাপাশি বিনামূল্যে কোচিং পাবে পড়ুয়ারা।

Related Articles

Back to top button
error: