HighlightNewsদেশ

নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত পশ্চিমবঙ্গ, অংশগ্রহণ করলেন না রাজ্যের মুখ্যসচিবও

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত পশ্চিমবঙ্গ। রাজেশ তরফ থেকে উপস্থিত থাকলেন না মুখ্য সচিবও। শুক্রবারই জানা গিয়েছিল এই বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে এই বৈঠকে অংশগ্রহণ করবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যদিও এদিনের বৈঠক শুরু হতে দেখা যায় পশ্চিমবঙ্গের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব এই বৈঠকে অংশগ্রহণ করেননি।

প্রথম থেকেই যোজনা কমিশন ভেঙে নীতি আয়োগ তৈরীর বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানও এ প্রসঙ্গে তিনি বলেছিলেন,”যোজনা কমিশন রেখেও নীতি আয়োগ তৈরি করা যেত।”

গতবছর কোভিডের কারণে নীতি আয়োগের বৈঠকের আয়োজন করা হয়নি। কিন্তু এ বছর সেই বৈঠকের আয়োজন করা হয়।ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং অনুপস্থিত রইলেন।

Related Articles

Back to top button
error: