“যা স্পর্শ করেন, তারই অস্তিত্ব শেষ হয়ে যায়”; রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন বিজেপির নেতা সম্বিত পাত্র

ছবি সৌজন্যে সম্বিত পাত্রের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বিহারে মহাজোটের পরাজয় উপলক্ষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন,”আপনি যা স্পর্শ করেন, তারই অস্তিত্ব শেষ হয়ে যায়। আপনি সাইকেলের উপর বসে ছিলেন। দেখুন সাইকেলের কি অবস্থা হয়ে গেছে। পরে আপনাকে সাইকেলের ক্যারিয়ার থেকে নেমে পড়তে হয়। আপনি হারিকেনের পাশে বসে ছিলেন হারিকেন নিভে গেছে। যা যা স্পর্শ করেছেন তা নয় নিভে গেছে না হলে শেষ হয়ে গেছে।”

শুধু তাই নয়, সম্বিত পাত্র গুপকর অ্যালায়েন্সের সঙ্গে কংগ্রেসের অংশীদারিত্বের প্রসঙ্গ উত্থাপন করে বলেছেন,”গুপকর এলায়েন্সে কংগ্রেস পার্টিও শামিল। গুপকর অ্যালায়েন্সের উদ্দেশ্য সংবিধানের ৩৭০ ধারা বহাল করা।”তিনি আরো বলেন,”এটি কি গুপকর অ্যালায়েন্স না গুপ্তচর অ্যালায়েন্স? পাকিস্তান যা চায় এই জোট তাই চায়। এই জোট কেবল ভারতের শত্রু দেশগুলি যা চায় তা চায়। পাকিস্তান জাতিসংঘে অনুচ্ছেদ ৩৭০ নষ্ট করতে গিয়েছিল। গুপ্তচর জোটও তাই চায়। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীও এই জোটে শামিল।”

এরপর বিহার প্রসঙ্গ উত্থাপন করে সম্বিৎ পাত্র বলেন,”বিহারের মানুষ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে চুপ করতে বলেছে, দেশের বিরুদ্ধে কথা না বলতে বলেছে। জনতার রাহুল গান্ধীকে ‘চুপকর’ বলেছে, আর এখানে এসে এরা চলেছেন গুপ্তচর হতে। যাদের ‘চুপকর’ বলা হয়েছে তারা গুপ্তচর হতে গেছে।”