HighlightNewsদেশ

“লুটেরা বাহিনী ভোট চাইতে এলে হাতা-খুন্তি নিয়ে দৌড়ে যাবেন মা-বোনেরা”; গড়বেতার জনসভা থেকে বিজেপির নেতাদের বিরুদ্ধে আক্রমণাত্মক মমতা

টিডিএন বাংলা ডেস্ক: গড়বেতার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতাদের ‘লুটেরা’ বলে কটাক্ষ করেন তিনি।তার অভিযোগ দুর্যোগের সময় বিজেপি নেতাদের দেখা মেলে না কিন্তু ভোটের সময় টাকার বাক্স নিয়ে বিমানে চেপে একের পর এক বিজেপি নেতারা ‘ভোট লুটতে’ চলে আসেন বাংলায়। তাই বাংলার মা-বোনেদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা লুটেরাদের দেখতে পেলেই যেন হাতা খুন্তি নিয়ে ছুটে যান তাঁরা। তিনি বলেন,”লুটেরা বাহিনী ভোট চাইতে এলে হাতা-খুন্তি নিয়ে দৌড়ে যাবেন মা-বোনেরা।” আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের তিনটি জায়গায় জনসভা রয়েছে মমতার। প্রথমে গড়বেতায় সভা করতে যান তিনি। সেখান থেকেই গেরুয়া শিবিরের তীব্র আক্রমণ করে মমতা বলেন,”বিজেপি একটা সর্বনাশা দল। বাইরে থেকে ট্রেন-বাস ভাড়া করে এনে ভয় দেখাচ্ছে। ভয় দেখাতে এলে রুখে দাঁড়ান আপনারা।নন্দীগ্রামে কৃষি আন্দোলনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলা করছে। ওঁদের বিরুদ্ধে যদি মামলা হয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন মামলা হবে না?” তাঁর দাবি, সিপিএমের লোক জনরাই এখন বিজেপিতে যোগদান করেছে। তিনি বলেন,”সিপিএমের হার্মাদগুলো বিজেপি-তে গিয়েছে। জঞ্জালের পার্টি বিজেপি। সুশান্ত ঘোষকে সবাই চেনে, সবাই জানে। জোচ্চুরির কারখানা জব্দ করতে হলে তৃণমূলকে ভোট দেবেন।”

তিনি আরো বলেন,”ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে। হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছেন। বিমানের পর বিমান ভোট লুটের চেষ্টা করছেন। এলেই হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন।” শুধু তাই নয়, আমপান প্রসঙ্গে ফের একবার কটাক্ষ করে মমতা বলেন,”আমপানের সময় কোথায় ছিল বিজেপি, কোথায় ছিলেন নরেন্দ্র মোদী, ভোটের সময় টাকা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে, তাদের ঢুকতে দেওয়া যাবে না।”

বিজেপির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি জঙ্গলমহলের মানুষকে নিজের দিকে টানতে ভোটে জিতে শাসকদল তৃণমূল ফের সরকার এলে মানুষের জন্য কি কি করা হবে সেই প্রতিশ্রুতির তালিকা শোনান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন,”দ্বাদশ শ্রেণিতে উঠলে ১০ হাজার টাকা অথবা ট্যাব দেওয়া হবে। ৫ লক্ষ কর্মসংস্থান করব আমরা। ক্ষমতায় এলে কৃষকবন্ধু প্রকল্পে বছরে ১০ হাজার টাকা করে মিলবে।” মুখ্যমন্ত্রী বলেন,”আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেব দরিদ্র মানুষকে। সব বিধবারা পেনশন পাবেন। আমাদের সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন আপনারা। ভোট মিটে যাওয়ার পর বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব। আমরা দুয়ারে সরকার। দুয়ারে রেশন পৌঁছে দেব।”

 

Related Articles

Back to top button
error: