HighlightNewsদেশ

“গ্যাসের দাম পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে কেন?” বিমানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রশ্ন সহযাত্রী কংগ্রেস নেত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: একই বিমানে যাত্রা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং কংগ্রেসের মহিলা মোর্চার প্রধান নেট্টা ডিসুজা। স্মৃতি ইরানিকে সহযাত্রী হিসেবে পেয়ে কংগ্রেস নেত্রীর খোলাখুলি প্রশ্ন পেট্রোল-ডিজেলের দাম, গ্যাসের দাম এত বাড়ছে কেন? কংগ্রেস নেত্রীর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ার কারণ গরিবি। যেহেতু বিনামূল্যে ভ্যাকসিন এবং রেশন দিতে হচ্ছে কেন্দ্রকে, তাই তরতর করে বাড়ছে জ্বালানি এবং গ্যাসের দাম। কংগ্রেস নেত্রীর নেওয়া ওই ভিডিও সাক্ষাৎকার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেত্রী নেট্টা ডিসুজা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রশ্ন করছেন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে। জবাবে স্মৃতি ইরানিকে বলতে শোনা যায়,”আপনি বিমান যাত্রীদের যাতায়াতের পথ আটকাচ্ছেন।”এরপর রান্নার গ্যাস নিয়েও প্রশ্ন করেন ওই কংগ্রেস নেত্রী। তিনি বলেন, “গ্যাস ওভেন আছে কিন্তু গ্যাস নেই।”এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়,”মিথ্যা বলবেন না। আপনি ভুলভাবে ব্যাখ্যা করছেন ম্যাডাম।”
নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করেন কংগ্রেস নেত্রী নেট্টা ডিসুজা। ট্যাগ করেন কেন্দ্রীয় মন্ত্রীকেও। ক্যাপশনে লেখেন,”গুয়াহাটি যাওয়ার পথে মোদির মন্ত্রীর মুখোমুখি হলাম। রান্নার গ্যাসের অসহনীয় তথা ক্রমবর্ধমান দাম সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি দোষারোপ করলেন ভ্যাকসিন, রেশন এমনকি দেশের গরিবিকে! সাধারণ মানুষের দুর্দশা নিয়ে তিনি যে প্রতিক্রিয়া দেখালেন, ভিডিওতে সেগুলি দেখুন!”

এই ভিডিওটি প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এককথায় দু’ভাগে বিভক্ত হয়ে গেছেন নেটিজেনরা। একদল জানাচ্ছেন কংগ্রেস এবং বিজেপি একই থালার এপিঠ আর ওপিঠ। নিজেদের মন্তব্যের সমর্থনে ২০১৩ সালের কংগ্রেসের একটি ভিডিও ক্লিপিং এবং ২০২১ সালের বিজেপির একটি ভিডিও ক্লিপিং শেয়ার করেছেন তাঁরা। আবার অনেকের মতে, রান্নার গ্যাসের দামের থেকে ৫ থেকে ১০গুণ বেশি দাম প্লেনের টিকিটের। যারা নিয়মিত প্লেনে করে যান তারা এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কান্নাকাটি করছেন। এটা একটা প্রোপাগান্ডা মাত্র।

Related Articles

Back to top button
error: