Highlightদেশ

টিকার শংসাপত্রে কেন মোদির ছবি? জবাবে কী বলল কেন্দ্র?

টিডিএন বাংলা ডেস্ক : করোনা আবহে গোটা দেশজুড়ে চলছে ভ্যাকসিনেশন পর্ব। টিকার ডোজ নিলেই প্রমানপত্র হিসেবে মিলছে টিকাকরণ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের নিচের দিকে জায়গা পেয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি এবং বার্তা। তবে প্রথম থেকেই বিরোধীরা প্রশ্ন তুলেছে যে টিকাকরণ সার্টিফিকেটের নিচে প্রধানমন্ত্রীর ছবি কেন থাকবে? রাজ্যসভায় সেই প্রশ্নের উত্তর দিল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, “টিকাকরণ সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি ও বার্তা দেওয়া হয়, সচেতনতার বার্তাকে আরও জোরদার করার জন্য। টিকাকরণের পরেও কোভিড প্রোটোকল মেনে চলা খুবই দরকার। এই বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর ছবি এবং ওই লেখা ব্যবহার করা হয়।”

এছাড়াও সরকারের পক্ষে জানানো হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কোউইন অ্যাপে সার্টিফিকেটের ফরম্যাট তৈরি করা হয়েছে। এরপর বিরোধীরা এই বিষয়ে কী বলেন, সেটাই দেখার।

Related Articles

Back to top button
error: