HighlightNewsদেশ

কর্মসংস্থান নিয়ে বরাদ্দ কম, সংসদে তীব্র আক্রমণ শিবদাসনের

টিডিএন বাংলা ডেস্ক : কাজের অভাব, বেকারত্বের হাহাকার। গত দু’বছরের কোভিড পরিস্থিতিতে কর্মহীনের সংখ্যা বৃদ্ধি। এরইমধ্যে কর্মসংস্থান প্রকল্পে বরাদ্দ কমাল কেন্দ্র। নজিরবিহীন প্রতারণা। অভিযোগ সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসনের।

কেন্দ্রীয় বাজেটে দেখা গিয়েছে, কর্পোরেটদের মন জিততে সবরকম ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। যদিও কর্মসংস্থানে বিশেষ নজর দেয়নি। শিবদাসন বলেন, গত বছর যেখানে রেগায় বরাদ্দ হয়েছিল ৯৮ হাজার কোটি টাকা, সেখানে চলতি বছরের কাজের চাহিদা থাকলেও বরাদ্দ হয়েছে মাত্র ৭৩ হাজার কোটি টাকা। শহরে রেগা প্রকল্পে কাজের দাবি জানানো হয়। কিন্ত‍ু তা খারিজ করে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। গ্রামের বহ‍ু মানুষ কর্মহীন হয়েছেন। পরিযায়ীরা গ্রামে ফিরে কাজ পাচ্ছেন না। এই বরাদ্দ প্রসঙ্গে শিবদাসন বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র। অথচ শ্রমিকদের কাজে যোগদান বাড়াতে পারছেন না। কাজের চাহিদা বাড়ছে, অর্থ বরাদ্দের পরিমাণ তত কমছে। সেন্টার ফর পলিসি রিসার্চ সমীক্ষা জানাচ্ছে, ২০১৯ সালের শেষে দেশে রেগা প্রকল্পে নাম লিখিয়েছিলেন ১.৭ কোটি মানুষ। ২০২০ সালে সেই সংখ্যা দাঁড়ায় ২.৭ কোটিতে। চলতি বছরে দেশের কাজের পরিমাণ আর বহুগুণ বেড়ে গিয়েছে। অর্থ বরাদ্দের পরিমাণ যেখানে বাড়ানো উচিত ছিল, সেখানে ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হল।

কেন্দ্রীয় শ্রম দফতর সূত্রে খবর, অদক্ষ গরিব শ্রমিকরা তো আছেনই। পাশাপাশি দক্ষ শিক্ষিত শ্রমিকরা কাজ হারাচ্ছেন। প্রতিবছর প্রায় ৫০ লক্ষ শিক্ষিত শ্রমিক যুক্ত হচ্ছেন শ্রম বাহিনীতে। ২০১৯ সালের তথ্য বলছে এই অংশের ৩.২ কোটি শ্রমিক আজ কর্মহীন। মহামারির আগে কাজ হারিয়েছেন প্রায় এক কোটি।

Related Articles

Back to top button
error: