HighlightNewsদেশ

আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে দেখা হল না, পথ রুখল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক : আগ্রায় বন্দি অবস্থায় এক ব্যক্তির মৃত্যু। যাকে কেন্দ্র করে চড়েছে রাজনৈতিক পারদ উত্তরপ্রদেশে। বুধবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কারণ দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। কিন্তু পথ আটকায় পুলিশ। লখনউ – আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজ়ার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মৃত্যু হয় অরুণ বাল্মিকীর নামে এক ব্যক্তির। তাঁর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগ ছিল। মৃতের পরিবারের অভিযোগ, এরজন্য উত্তরপ্রদেশ পুলিশই দায়ী। বুধবার স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু আগ্রার কাছে তার পথ আটকায় পুলিশ। ফলে আবারও পুলিশ অধিকর্তাদের সঙ্গে দলের কর্মীদের শুরু হয় তর্কাতর্কি।
পুলিশের এই অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধি। একটি টুইটে লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না রাজ্য সরকার ঠিক কি কারণে ভয় পাচ্ছে?’ পাশাপাশি প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, ‘আমি যেখানেই যাই না কেন, সবসময় আমাকে তার জন্য অনুমতি নিতে হবে সবসময়?’
তবে পুলিশি হেফাজতে বন্দিমৃত্যু প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, জেরায় অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃত ওই ব্যক্তির পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশই ইচ্ছাকৃতভাবে অরুণকে খুন করেছে। উল্লেখ্য, এর আগে লখিমপুরকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। এমনকী তাঁকে গ্রেফতারও করা হয়। যা নিয়ে তীব্র প্রতিবাদ দেখান দলের কর্মী সমর্থকরা। এবার ফের একবার সোনিয়া কন্যার পথ রুখল পুলিশ। ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Related Articles

Back to top button
error: