জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন শ্রমিকরা

কলকাতা থেকে বহরমপুর গামী বাসের ছাদে উঠে শ্রমিকরা বাড়ি ফিরছেন, ছবিটি কাল্যাণী মড়ে তুলেছেন আমারদের নিজস্ব প্রতিনিধি

ইব্রাহিম মন্ডল, টিডিএন বাংলা, কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য বেসামাল গোটা দেশ। এমন পরিস্থিতিতে দেশের প্রায় অনেক রাজ্যে চলছে লকডাউন। সেই দিকদিয়ে পশ্চিমবঙ্গে এখন চলছে আংশিক লকডাউন। তৃতীয় বারের জন্য বঙ্গে মুখ্যমন্ত্রী শপথ নেবার পর দিনই লোকাল ট্রেনে বন্ধের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে ঘোষণা দেন সরকারী বাস পরিষেবা অর্ধেক করার ও ঘোষণা দেন তিনি। অনেকের অসুবিধা হচ্ছে বলে জানান নিত্যদিনের যাত্রীগন। আবার সেই সাথে অনেকে বলেন যে সম্পুর্ন লকডাউন যদি কিছুদিন হয় তবে ভালো হতো। আর এই পরিস্থিতিতে বাস কম হলেও শহরের ভিতরে সমস্যায় পড়তে হচ্ছে না অনেকের। কিন্তু জেলা গুলিতে যাবার জন্য পর্যাপ্ত বাস না পাওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীদের। সামনে আসন্ন ঈদ এর জন্য বাড়ি ফিরছেন অনেকেই। বাসের ছাদে জীবনের ঝুঁকি বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

কলকাতা থেকে বহরমপুর গামী বাসের ছাদে উঠে শ্রমিকরা বাড়ি ফিরছেন, ছবিটি কাল্যাণী মড়ে তুলেছেন আমারদের নিজস্ব প্রতিনিধি

এ বিষয়ে টিডিএন বাংলাকে আলিম নামের এক শ্রমিক বলেন যাত্রী বলেন, আমার বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলায়, রাজমিস্ত্রি কাজ করি। ঈদ তো আসছে বাড়িতে যেয়ে পরিবারের সাথে ঈদ কাটাতে চাই। কিন্তু ট্রেন বন্ধের ফলে এই বাসের ছাদে উঠে যেতে হচ্ছে। এছাড়া এই মুহূর্তে উপায় তো নেই। রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো যাতে করে এর কিছুটা সমস্যার সমাধান হয়।”