রাজ্য

নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ল ইয়াস, চলছে ল্যান্ডফল

টিডিএন বাংলা ডেস্ক: নির্ধারিত সময়ের আগেই ওড়িশার ধামরা ও বলেশ্বরের মাঝে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সাড়ে নটা নাগাদ শুরু হয়েছে ল্যান্ডফল। আগামী কয়েক ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া। জানা গেছে, সাইক্লোনের আগে ঘূর্ণিঝড়ের মাঝের অংশটি ঢুকে যায়। সেকারণে ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। যদিও ঘূর্ণিঝড়ের টেল অতিক্রম করে যাওয়ার সময় ঝড়ের দাপট ফের বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সাথেই বাড়বে বৃষ্টি। সকালেই সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। একইসাথে শুরু হয় তুমুল বৃষ্টি। সকাল সাড়ে ৬ টা নাগাদ কলকাতায় ঘন্টায় ৬২ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়। সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরে। দীঘায় সকাল সাড়ে ছটা নাগাদ ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button
error: