Newsদেশ

আপনার বক্তব্য সুপ্রিম কোর্টের ওপর হামলার মতো, বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে আপস করা যাবে না, আইনমন্ত্রীকে চিঠি লিখলেন ৯০ অবসরপ্রাপ্ত কর্মকর্তা

টিডিএন বাংলা ডেস্ক: আইনমন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার ৯০ জনেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে আমলারা বলেন, অনেক সময় আইনমন্ত্রী বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এমন বক্তব্য দিয়েছেন, যা সুপ্রিম কোর্টের ওপর আক্রমণ বলে মনে হচ্ছে। আমরা বিচারক নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সুপ্রিম কোর্টের ওপর দেওয়া বক্তব্যের নিন্দা জানাই এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আপস করা যাবে না।

প্রসঙ্গত, ১৮ মার্চ, ইন্ডিয়া টুডে কনক্লেভে, কিরেন রিজিজু বলেছিলেন, “কিছু অবসরপ্রাপ্ত বিচারক প্রায় ভারতবিরোধী দলের একটি অংশ হয়ে উঠেছেন। এই লোকেরা ভারতীয় বিচার বিভাগকে দিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করে। দেশের বিরুদ্ধে এই ধরনের কাজ করার জন্য তাদের মূল্য দিতে হবে। দেশের ভেতরে ও বাইরে ভারতবিরোধী শক্তি একই ভাষা ব্যবহার করে যে গণতন্ত্র হুমকির মুখে। ভারতে মানবাধিকার নেই। রাহুল গান্ধীও একই ভাষা ব্যবহার করেন যেটা অ্যান্টি ইন্ডিয়া গ্রুপ বলে। এতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।”
আইনমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে প্র্যাকটিস করা সাড়ে তিনশরও বেশি আইনজীবী। আইনমন্ত্রীর এ ধরনের বক্তব্য শোভা পায় না বলে জানিয়েছেন তাঁরা। আইনজীবীদের বক্তব্য, তিনি সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন। সরকারের সমালোচনা করা জাতির সমালোচনা নয়, রাষ্ট্রদ্রোহী কার্যকলাপও নয়।

Related Articles

Back to top button
error: