টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির প্রভাবের পর ফের একবার ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। উৎসবের মৌসুমী বাজারে চাহিদা এবং অর্থনীতির গতি বৃদ্ধির কারণে ডিসেম্বর মাসে জিএসটি সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১.১৫ কোটি টাকা, যা সর্বকালের সেরা রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
এদিন একটি বিবৃতিতে কেন্দ্র অর্থমন্ত্রক জানিয়েছে ডিসেম্বর মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ হয়েছে মোট ১,১৫,১৭৪ কোটি টাকা, যা পণ্য এবং পরিষেবা কর কার্যকর হওয়ার পর যে কোন মাসের তুলনায় বেশি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ ওই বিবৃতিতে বলা হয়েছে,”এটি গত ২১ মাসে সবথেকে বেশি মাসিক রাজস্ব বৃদ্ধি। মহামারীর পড়ে দ্রুত গতিতে আর্থিক অবস্থার উন্নতি এবং জিএসটি চুরি ও জাল বিলের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার ও পরিকাঠামোগত পরিবর্তনের ফলে সম্ভব হয়েছে।”